টাঙ্গাইলের দেলদুয়ারে আ. লীগ নেতা মোজাম্মেল সন্ত্রাসী হামলায় মারাত্বক জখম

পপুলার২৪নিউজ ডেস্ক:

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের(লালহারা-মুন্সীনগর) সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মাসুমের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় দুল্যা ব্রিজের ঢালে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি জীবনের নিরাপত্তা জন্য তার নিজ গ্রাম মুন্সীনগরের সাইফুল ইসলাম পিতা মৃত মোকসেদ মিয়া, আবদুল্লাহ আল মামুন(রুবেল) পিতা গোলাম রব্বানী, মোস্তফা মিয়া ও গোলাম নবী হোসেন উভয়ের পিতা মৃত. বেলায়েত হোসেন এদের নামে ০৭ ধারায় মামলা করেন। সেই মামলার হাজিরা দিতে গেলে আদালত চত্তরে মোজাম্মেলের সাথে তাদের বাগবিতন্ডা হয় এবং সেখানে মোজাম্মেলকে দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। মোজাম্মেল হোসেন মাসুম যখন তার পালসার মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তখন সিএনজি করে এই চার সন্ত্রাসী টাঙ্গাইল থেকে তাকে অনুসরণ করে আসতে থাকে। দুল্যা ব্রিজের ঢালে আসা মাত্র সিএনজি থেকে তারা নেমে ঘটনাস্থলে পূর্বে থেকেই ওৎ পেতে থাকা আরো কয়েকজন সন্ত্রাসী তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে।

রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় রেখে তার মোটর বাইক নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত মোজাম্মেলকে পথচারীরা প্রথমে দেলদুয়ার সদর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় দেলদুয়ার হাসপাতালের চিকিৎসক তাৎক্ষণিক টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপালে স্থানান্তর করেন। তিনি এখন জীবন মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন। জানা যায়, তিনি এ নিয়ে একই ব্যক্তিদের দ্বারা তৃতীয়বার হামলার স্বীকার হলেন তিনি। এরা এলাকায় বখাটে এবং চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধভোট গণনা বন্ধ করতে বললেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধপাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লাইট কারখানার আগুন