অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক:

সরকারি কোষাগারে সহজে যে কোনো ধরনের চালান জমা দেয়ার জন্য অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির (Automated Challan System) উদ্বোধন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সচিব, প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর, BACS & iBAS++ Scheme, অর্থ মন্ত্রণালয়, একেএম মুখলেছুর রহমান, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র ফাংশনাল কনসালটেন্ট, BACS & iBAS++ Scheme, অর্থ মন্ত্রণালয়।

আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ, আবদুস সালাম মোল্যা, মহাব্যবস্থাপক, মনোয়ার হোসেন, এফসিএ, মোজাম্মেল হোসেন, মহাব্যবস্থাপক, প্রধান শাখাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধআদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ১২ টার পর থেকে উঠছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা