বিএসইসি চেয়ারম্যানের ডিএসই পরিদর্শন

নিজস্ব ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করলেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (০২ নভেম্বর) প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএসই পরিদর্শন করেন। এ সময়  বিএসইসির চেয়ারম্যানের সাথে চার কমিশনারও উপস্থিত ছিলেন।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নতুন ভবনটি ঘুরে দেখেন  প্রতিনিধি দল । মিডওয়ে সিকিউরিটিজসহ বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের খোঁজ খবর নেন কমিশনের চেয়ারম্যান। শক্তিশালী করার তাগাদা দেন ডিএসইর আইটি বিভাগকে।

এরপর প্রতিনিধি দল ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বেলা ৩টা সফর শেষ করে কমিশনের উদ্দেশ্যে ডিএসই ত্যাগ করেন তারা।

গত শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে আয়োজিত ওয়েবিনারের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ডিএসইকে ডিজিটাল করা হবে। এই লক্ষ্যে সোমবার তিনি ডিএসই পরিদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু : সিইসি
পরবর্তী নিবন্ধ২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন