তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯

 

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে এবং প্রতিবেশী দেশ গ্রিসে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গ্রিসে দেয়ালচাপা পড়ে দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

তুরস্কে এখনও ৫ হাজার কর্মী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশটিতে কমপক্ষে ১৭টি ভবন ধসে পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তুরস্কে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকেপড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনও উদ্ধারকাজ চলছে। এ ছাড়া গ্রিসেও ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে চার্চের সামনে ধর্মযাজককে গুলি
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত