একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক: একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকায় উপস্থিত সদস্যদের এক সভা আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সংগঠনের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশালতা বৈদ্য, নির্বাহী কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন হেলাল, হাশেম আলী, সাংবাদিক সিরাজ-উল হক, লেখক-কবি খলিফা আশরাফ, জুলকারনাইন ডালিম, অর্থ সম্পাদক খন্দকার জেড ইসলাম মণি, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, সদস্য সাংবাদিক সারোয়ার জাহান, আবদুল মোমিন সরকার, দপ্তর সম্পাদক বখতিয়ার রহমান জয়, একাত্তরের মুক্তিযুদ্ধ যুব সংসদের পক্ষে শেখ জাহাঙ্গীর আলম ও সাংবাদিক জ্যোতিষ সমাদ্দার বাবু । ঢাকার বাইরে থেকে ফোনে সভার সাথে ঐকমত প্রকাশ করেন আবদুল খালেক বিশ্বাস, আফতাব আহমদ শিকদার ও বাহারউল্লাহ মজুমদার । সভায় একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের “মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নসহ তাদের আর্থসামাজিক উন্নত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা”র দাবির প্রেক্ষিতে সংগঠনের অতীতের গৃহীত কর্মসূচির ফলাফল সম্পর্কে পর্যালোচনা করা হয় । সংগঠনের উপর্যুপরি প্রয়াসের ফলে সরকার ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের ব্যাপারে যে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানানো হয় । তবে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধুর বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি পুন: আহ্বান জানান হয় । সভায় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের আভাস সম্পর্কে অপর এক প্রস্তাবে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন না করে যদি মুক্তিযোদ্ধাদের বিদ্যমান তালিকার ভিত্তিতে নির্বাচন করা হয় তাহলে সে-নির্বাচন প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য হবে না । সভায় বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয় ।

পূর্ববর্তী নিবন্ধসেই ব্যঙ্গচিত্রের তীব্র নিন্দা জানাল রাশিয়া
পরবর্তী নিবন্ধজুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন