আইএফসি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক

বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (“আইএফসি”) এর সাথে কোভিড-১৯ ওয়াার্কিং ক্যাপিটাল সলিউশন্স ফ্যাসিলিটি লোন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এটি প্রাইম ব্যাংকের অফ-শোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে গ্রাহকদের ওয়াার্কিং ক্যাপিটাল, ট্রেড ফাইন্যান্স এবং বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা পূরণ করবে। কোভিড-১৯ সঙ্কটের প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে প্রাইম ব্যাংককে আইএফসি এ ঋণ সহায়তা দিচ্ছে।

এই চুক্তির আওতায় বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশের যেসব ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ সরবরাহ (ক্যাশ ফ্লো) ব্যাহত হয়েছে তাদের ট্রেড বা ওয়াকিং ক্যাপিটাল ঋণ দিতে আইএফসি প্রাইম ব্যাংকে মার্কিন ডলারে লোন সুবিধা দিচ্ছে। আইএফসি থেকে টানা তৃতীয়বারের মতো প্রাইম ব্যাংক ওয়াকিং ক্যাপিটাল সলিউশন্স পাচ্ছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং আইএফসির রিজিওনাল ইন্ড্রাস্ট্রি ডিরেক্টর, এফআইজি – এশিয়া ও প্যাসিফিক রোজি খান্না ২২ অক্টোবর, ২০২০ একটি ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ, নেপাল ও ভূটানে আইএফসি’এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম এবং প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিবিও ফয়সাল রহমান, স্ট্রাকচার্ড ফাইন্যান্স অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান শামস আবদুল্লাহ মুহাইমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক সম্পর্কে:
প্রাইম ব্যাংক লিমিটেড, ‘PRIMEBANK’ নামে ঢাকা স্টক এক্সচেঞ্জে যার শেয়ার লেনদেন হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক হিসেবে ধারাবাহিক আর্থিক সাফল্য বজায় রেখে আসছে। নতুন প্রযুক্তি এবং ফিনটেকের সাহায্যে উদ্ভাবনী ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে অগ্রগামী অবস্থানে আছে। ১৪৬টি শাখা, ১৭০টি এটিএম এবং ৩,২০০ জনের বেশি নিবেদিতপ্রাণ কর্মকর্তাবৃন্দ দ্বারা পরিচালিত ব্যাংকটি কর্পোরেট, কনজ্যুমার, এমএসএমই এবং সাসটেইন্যাবল ব্যাংকিংয়ে অনন্য স্থান অর্জন করেছে। ‘এএ’ ক্রেডিট রেটিং, এডিবি, সাফা, আইসিএবি, ইউরোমানি, এশিয়ামানি ও গ্লোবাল ফাইন্যান্স পুরষ্কার এবং টেকসই ব্যাংকিংয়ে প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যাংকটির সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতিফলন বহন করে।

 

পূর্ববর্তী নিবন্ধকাঁঠালবাড়ি-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধসীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত