জলাবদ্ধতা নয়, ঢাকায় হয় জলজট: ওয়াসা এমডি

নিজস্ব প্রতিবেদক:ঢাকায় কখনো জলাবদ্ধতা হয়নি। হয়েছে জলজট।

এক থেকে ছয় ঘণ্টা জলজট হওয়ার পর পানি নেমে গেছে। যখন বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়েছে তখনই সৃষ্টি হয়েছে জলজট।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজার ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এসব কথা বলেন।

তাকসিম এ খান বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনা দুর্ভাগ্যজনকভাবে সাতটি প্রতিষ্ঠানের হাতে আছে। ঢাকা সিটি করপোরেশন উত্তর, দক্ষিণ, ঢাকা ওয়াসা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, রাজউক, ক্যান্টনমেন্ট বোর্ড এবং প্রাইভেট বড় বড় হাউজিং এস্টেটগুলো। ড্রেনেজ ব্যবস্থাপনা এককভাবে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। এরই একটি অংশ আমাদের (ওয়াসা) হাতে আছে। ২০১২ সাল থেকে আমরা একটি কথা বলে আসছি, ড্রেনেজ ব্যবস্থাপনা একহাতে থাকতে হবে। এজন্যই আমরা এই ব্যবস্থাপনার দায়িত্ব  সিটি করপোরেশনকে দিতে বলেছি। বিশ্বের অন্য দেশের ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশনের হাতেই থাকে।

ঢাকাকে একটি অপরিকল্পিত উন্নত শহর উল্লেখ করে তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি অপরিকল্পিত শহরে পরিকল্পিত ওয়াটার ব্যবস্থাপনা কঠিন কাজ। প্রচুর চ্যালেঞ্জিং। আমাদের এই সমস্ত চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, ক্রেতাদের ক্ষোভ
পরবর্তী নিবন্ধধর্ষণের সমাধান মৃত্যুদণ্ড নয়: মিশেল ব্যাচলেট