পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী আর নেই

পপুলার২৪নিউজ ডেস্ক

পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে রাজধানীর বনশ্রীর একটিবেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবদুল আলীমের মেয়েসংগীতশিল্পী নূরজাহান আলীম বলেন, আমার মা জমিলা আলীম গতকাল রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি বলেন, খিলগাঁওয়ে জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে।

মায়ের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন নুরজাহান আলীম।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গত জুনের মাঝামাঝি ব্রেইন স্ট্রোক করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিংবদন্তি শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

পূর্ববর্তী নিবন্ধকরোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন
পরবর্তী নিবন্ধবালিশকাণ্ড: ঠিকাদার শাহাদাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা