মুকসুদপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রোণোদনা (অর্থ বছর ২০২০-২১) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প, মধ্য মেয়াদী শাক সবজি ও মাস কলাইর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, কৃষক প্রতিনিধি টুকু মুন্সী প্রমুখ।
মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাস কলাই বীজ ও ৫ কেজি করে রাসায়নিক সার এবং ৩৮০ জন কৃষকের মাঝে ১২ ধরনের স্বল্প, মধ্য মেয়াদী শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধরিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসি
পরবর্তী নিবন্ধসৌদি রুটে সপ্তাহে চলবে ২০ ফ্লাইট : পররাষ্ট্রমন্ত্রী