করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ১৬১ জন কোভিড রোগী মারা গেলেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে এক হাজার ২৭৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬৮৫ জনের।

এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন তিন লাখ ৫৯ হাজার ১৪৮ জন আক্রান্ত জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন এবং মোট সুস্থ ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধছাত্রাবাসে গণধর্ষণ : আদালতে গৃহবধূর জবানবন্দি
পরবর্তী নিবন্ধসিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের