চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি হয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজ। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে শরীয়তপুরের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা উপসচিব এ জেড এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক করা হয়েছে।

শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন।

এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে তদারকি করে থাকেন ডিসি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
পরবর্তী নিবন্ধগণধর্ষণে জড়িত ছাত্রলীগের ২ কর্মী ফেসবুকে যা লিখলেন