মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর (কামার, কুমার, নাপিত, জুতা ও বাস-বেত জাতীয় পন্য মেরামতকারী ইত্যাদি) মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা ফারুক খান মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন ।
উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি রানি দূর্গা প্রমুখ।
অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩০০ জনের প্রত্যেককে ১৮ হাজার টাকা করে ৫৪ লক্ষ টাকার চেক বিতরণ করেন অতিথিরা । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে এসব অনুদান প্রদান করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধরিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধআগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৫৯ জন নিহত