অনিয়মে বন্ধ হল আরও একটি পিসিআর পরীক্ষা কার্যক্রম

পপুলার২৪নিউজ ডেস্ক:

নানা অভিযোগে ও সতর্কতা না মানায় রাজধানীর মিরপুরের সেকশন-৬ এ অবস্থিত আলোক হেলথ কেয়ারের আরটি পিসিআর পরীক্ষার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই কার্যক্রম বন্ধ করা হয়।

সেখানে আলোক হেলথ কেয়ারের কর্তৃপক্ষকে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। তখন দেখা গেছে, নির্মানাধীন ভবনে নমুনা সংগ্রহ করা হচ্ছে। যে ভবনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, স্বাস্থ্য অধিদফতর থেকে সেটির কোনো অনুমোদন নেয়া হয়নি।

গত জুলাই মাসে অধিদফতরের একটি দল ল্যাবটি পরিদর্শন করে। তখন অবকাঠামোগত সংস্কার করার পরামর্শ দেয়া হয়। কিন্তু অদ্যাবধি সেই সংস্কার করা হয়নি। রোগীদের দেয়া রিপোর্টে স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করা হচ্ছে। ল্যাবের বায়োসিফটি রুমের নেগেটিভ প্রেশার কার্যকর নয়। এছাড়া ল্যবটির বর্জ্য ব্যবস্থাপনা অসন্তোষজনক। সামগ্রীক অনিয়মনের কারণে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলো।

এর আগেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সংকটে প্রতিশ্রুত দেশগুলোকে অবদান বাড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আদালতে ১৫০ রোহিঙ্গাকে হত্যার কথা স্বীকার করল ২ সেনা