মসজিদে বিস্ফোরণ : হাসপাতাল থেকে প্রথম ছাড় পেলেন একজন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মামুন (৩০) নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

তিনি জানান, বিস্ফোরণে মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তার শ্বাসনালী দগ্ধ হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাকে ২ সপ্তাহ পর আবার ফলোআপ চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে। এছাড়া কোনো সমস্যা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডা. সেন বলেন, মসজিদে বিস্ফোরণে এখানে ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২৭ জন মারা গেছেন। আর এই প্রথম এক রোগীকে ছাড়া হলো। বাকি ৯ জন এখনও আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ছাড়পত্র পাওয়া দগ্ধ মামুনের ভায়রা মোসলেম উদ্দিন জানান, মামুনের বাবার নাম মৃত লতিফ। স্ত্রী রুবি বেগমকে নিয়ে তল্লা এলাকায় থাকতেন। তার বাড়ি পটুয়াখালি গলাচিপায়। নারায়ণগঞ্জে কাউসার গার্মেন্টস চাকরি করতেন তিনি। তার কোনো সন্তান নেই।

তিনি বলেন, মামুনের দুই পা, বাম হাত, চুল, ঠোঁট, নাক, বাম কান ও গলায় কিছুকিছু অংশ দগ্ধ হয়েছিল। রোববার রাতে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। আর আজ ছাড়পত্র দেওয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধমসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
পরবর্তী নিবন্ধফেসবুকে প্রথম ‘বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসার’ দিয়া