২১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ ২১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়াঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নুরুল আনোয়ার মিলন বলেন, বুধবার নৌপথে বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বুধবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে লঞ্চ ফের চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব প্রকার লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানীতি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধট্যারেন্টের সাজার রায় নিয়ে যা বললেন জাসিন্দা আর্ডান