প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি

পপুলার২৪নিউজ ডেস্ক: উদ্বেগ কমিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতির খবর জানাল নয়াদিল্লির সেনা হাসপাতাল। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিকেল বুলেটিনে হাসপাতালে বিশেষজ্ঞরা জানান, তার সামান্য উন্নতি হলেও এখনও ভেন্টিলেটরেই রয়েছেন প্রণব বাবু। বুধবার ৮৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তার ফুসফুসে সংক্রমণ তৈরি হয়েছে। তবে এ দিন প্রণব মুখার্জির অবস্থার সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া মিলেছে। নয়াদিল্লির সরকারি বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার জেরে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। এদিনও হাসপাতালে এসেছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখার্জি। ডাক্তারদের সঙ্গে বাইরে বসে কথা বললেও বাবাকে দেখতে আইসিইউয়ের ভেতরে তিনি যাননি। সংবাদ মাধ্যমের ফোনও ধরেননি, টুইটও করেননি। তবে প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতির খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে।

নয়াদিল্লিতে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে গত দশ দিন ধরে চিকিৎসাধীন ‘বাংলাদেশ বন্ধু’ প্রণব মুখার্জি। তার স্বাস্থ্যের গতিপ্রকৃতি নিয়ে প্রতিদিনই মেডিকেল বুলেটিন প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন ওই বুলেটিনে জানানো হয়েছে, প্রণব বাবুর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম সর্বক্ষণ তার পর্যবেক্ষণ করছে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র আশুরা ৩০ আগস্ট
পরবর্তী নিবন্ধগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ