গোপালগঞ্জে বাস -প্রাইভেটকার সংঘর্ষে ব্যবসায়ী নিহত ; আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কের গোপাণগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক স্থানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমীন (৪৫) নামের এক পাট ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাওয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ও খুলনার দৌলতপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও বাসের ১১ যাত্রী আহত হয়। গুরুতর আহত পাট ব্যবসায়ী রুহুল আমীনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত রুহুল আমীনের বাড়ি খুলনা জেলার দৌলতপুরে। তারা দু’ভাই প্রাইভেটকার নিয়ে পাট কেনার জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিল। সদর থানার গোপীনাথপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্ট আবু নাঈম এসব বিষয় নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের সাবেক এমপি-র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার