রূপালী ব্যাংকের মাসব্যাপী ভার্চুয়ালি ব্যবসায়িক সম্মেলন শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:

রোববার (৯ জুলাই) রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের মাসব্যাপী ব্যবসায়িক সম্মেলন ভার্চুয়াল কার্যক্রমের মাধ্যমে শুরু হয়। প্রথম পর্যায়ে কর্পোরেট শাখাসমূহ ব্যবসায়িক সম্মেলনে অংশ নেয়। প্রথমদিনে রূপালী সদন কর্পোরেট ও মতিঝিল কর্পোরেট শাখা এতে অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ফরেন রেমিট্যান্স বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আমানত বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল ও জিএম মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল জিএম, সিএফও শওকত জাহান খাঁন এফসিএমএ, ঢাকা দক্ষিণের জিএম মোহাম্মদ জাহাঙ্গীর, রূপালী সদন কর্পোরেট শাখার ডিজিএম সাখাওয়াত হোসেন, মতিঝিল কর্পোরেট শাখার ডিজিএম সরোয়ার হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এতে অংশ নেন ।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে ডিএসসিসি তারের জঞ্জালমুক্ত হবে : মেয়র তাপস
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজের বিরুদ্ধে সমন জারি