গাজীপুরে সিটি মেডিকেলে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার বহুল আলোচিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র্যানবের সহায়তায় এ অভিযান পরিচালনা করছেন।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া, গাজীপুর রযায ব ১-এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত রয়েছেন।

হাসপাতালটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনা এবং এতে করোনা পরীক্ষার জন্য যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে।

অভিযানে অংশগ্রহণকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে ল্যাব রয়েছে, তার কোনো অনুমোদন নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়লো
পরবর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে ডিএসসিসি তারের জঞ্জালমুক্ত হবে : মেয়র তাপস