নিজস্ব প্রতিবেদক:দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আলাউদ্দিন আলী।
দেশ বরেণ্য এই সঙ্গীতজ্ঞের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের সঙ্গীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার পর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী।
তার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গন ও সঙ্গীতভূবনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের সংস্কৃতিজগত এক উজ্জ্বল নক্ষত্র হারিয়েছে বলে জানিয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পীরা।
বাংলা চলচ্চিত্রের গানে কিংবদন্তি আলাউদ্দিন আলী। বহু প্রতিভাধর এক অমর শিল্পী।
তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। তার কালজয়ী গানগুলোর মধ্যে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ইস্টিশনের রেলগাড়িটা’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘হয় যদি বদনাম হোক আরো’ অন্যতম।