পপুলার২৪নিউজ ডেস্ক: ১৫ আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম এর সভাপতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী¡ সহ অগ্রণী ব্যাংকের নির্বাহী ও সকল নির্বাচিত সংগঠন এক্সিকিউটিভ ফোরাম, আফিসার সমিতি, সিবিএ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর প্রতিনিধীদের সাথে ০৭/০৮/২০২০ইং তারিখে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন প্রস্তুতি সংক্রন্ত একটি সভা অনুষ্টিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম জানান যে বৈশি^ক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থবিধি অনুসরন করে জাতীয় শোক দিবস ২০২০ পালন করতে হবে এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কর্মসূচী চূড়ান্ত করন এবং গৃহীত কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে এই ভার্চূয়াল সভার আয়োজন করা হয়। সকল সার্কেল অফিস সামাজিক দূরত¦ বজায় রেখে স্বাস্থবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করবে।
বিস্তারিত আলোচনার পর ১৫ আগস্ট ২০২০ রোজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করন, ৩২ নং ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, অগ্রণী ব্যাংক প্রধাণ শাখায় সারাদিন ব্যাপি কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজনসহ মন্ত্রনালয়ের নির্দশনা মোতাবেক বন্যাদূর্গত এলাকায় ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সভায় সর্বসম্মতিক্রমে কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।