মুকসুদপুরে বন্যায় অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে বন্যায় অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার পানি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির ফলে মুকসুদপুর উপজেলা অন্যান্য গ্রামের চারদিকে পানি অথৈ অথৈ নিচু এলাকার বাড়ী ঘরে পানি উঠছে এছাড়া করোনা ভাইরাস কর্মহীন হয়ে পড়ছে সাধারন মানুষ। এই উপলক্ষে ৪ আগস্ট মঙ্গলবার মোচনা হাট স্থানে সমাজ সেবক কাওছার আলী মল্লিক সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এ,জিয়াদুর রহমান জিয়াদ, সাবেক ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উবাদুর রহমান লিটন সমাজ সেবক বাবুল আক্তার খান নুরআলম চুন্নু,সিরাজ মুন্সী,হবি শেখ।

দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় যে সকল কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে খাদ্যের সমস্যা করলে দিন মজুরী অসহায় শ্রমিক দরিদ্র ওখেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুতে খাদ্য সংকটে ভ’গছে সেই সকল খেটে খাওয়া মানুষদের মুকসুদপুর উপজেলা মোচনা ইউনিয়নে বিভিন্ন গ্রামের ১শ পরিবারকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক এ, জিয়াদুর রহমানের ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দিলেন।

প্যাকেট ছিলো ১০কেজি চাল, ১ কেজি ডাল,১কেজি আলু,এক প্যাকে সিমাই,১কেজি চিনি,১কেজি লবন।এ,জিয়াদুর রহমানের জানান করোনা ভাইরাস ও সারা দেশ এখন বন্যার পানি কবলে পড়ছে দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থ অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে শ্রমজীবি মানুষ যারা দিন আনে দিন খায় সেকল মানুষের কথা ভেবে নিজেস্ব তহবিলের টাকা দিয়ে ১শ অসোহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি।দেশের বন্যার পরিস্থিতি ঠিক না হলে আরো পরিবারকে খাদ্য সহায়তা দিব।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৯৫৮ তম ধনবাড়ী শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত