বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই তার একাধিকবার ফোন নম্বর বদলানোর কথা উঠে আসে। বিহার পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে, সুশান্তের ব্যবহৃত একটি সিমকার্ডও তার নামে রেজিস্ট্রেশন করা ছিল না। সুশান্ত যতগুলো ফোন নম্বর ব্যবহার করতেন, তার মধ্যে মাত্র নম্বর একটি তার রুমমেট সিদ্ধার্থ পাঠানির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে।
বিহার পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘সুশান্তের একাধিক ফোন নম্বরের একটিও তার নিজের নামে রেজিস্ট্রেশন করা নেই। এখন আমরা ওই নম্বরগুলো থেকে কল ডিটেলস খতিয়ে দেখতে চাই। ইতিমধ্যেই এই কাজ আমরা শুরু করে দিয়েছি।’
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, সুশান্তের ব্যবহৃত সিমকার্ডগুলোর মধ্যে একটি নিজের নামে ছিল বলে স্বীকার করেছেন সিদ্ধার্থ পিঠানি। তিনি জানান, সুশান্ত তাকে ফোন নম্বর তুলে দিতে বলেছিল বলেই তিনি তাকে একটি নম্বর তুলে দিয়েছিলেন। জানা যায়, সুশান্ত প্রায় ৫০টি সিমকার্ড বদলেছিলেন।
বিহার পুলিশ বলেছে, ‘গত ৮ জুন মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। এ বিষয়ে আমরা দিশার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চাই। যদিও আমরা এখন পর্যন্ত দিশার পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। তবে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদ করব।’
এদিকে, সুশান্তের মৃত্যু নিয়ে করা মামলায় সিবিআইয়ের তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। তিনি বলেন, ‘সুশান্ত মামলায় মুম্বাই পুলিশ কোনো কাজই করেনি। তারা খালি তদন্তের নামে নিজেদের প্রচার করে গেছে। এখন পর্যন্ত এফআইআরও হয়নি। তাই এই মামলায় সিবিআই তদন্ত হওয়া উচিত। মানুষও তাই চাইছে।’