২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও পাঁচজন নারী। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে।

শনিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, শনিবার ৮ হাজার ৮০২টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায় । গত ২ জুলাই করোনায় আক্রান্ত হন ৪ হাজার ১৯ জন , যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগের অপেক্ষায় বিএনপি
পরবর্তী নিবন্ধশহরটিকে রক্ষা করতে হলে মানসিকতা পরিবর্তন করতে হবে: আতিক