নিজস্ব প্রতিবেদক : করোনাকালে সংবাদমাধ্যমে বারবার উঠেছিল নিপুণের নাম। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। রমজানে এফডিসিতে প্রতিদিন পাঠিয়েছিলেন ইফতার। এমনকি বিভিন্ন থানায় কর্মরত পুলিশদের সঙ্গে ভাগাভাগি করেছেন ইফতারের আনন্দ। এর আগে নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের অগ্রিম বেতন দিয়ে আলোচনায় আসেন।
এবার অসচ্ছল শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানির উদ্যোগ নিলেন জাতীয় পুরস্কার-জয়ী এ নায়িকা।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “বর্তমানে চলচ্চিত্রে কাজ কমে যাওয়া ও করোনায় বিপদে পড়েছেন বেশিরভাগ সহশিল্পী, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই বললেই চলে। এসব শিল্পীর জন্য এবার কোরবানির আয়োজন করছি।”
নিপুণ জানান, এফডিসি ছাড়াও ঢাকা ও গ্রামে মোট ৫টি গরু ও ৪টি ছাগল কোরবানি দেবেন। এর মধ্যে তিনটি গ্রামের বাড়িতে আর একটি করে ঢাকা ও এফডিসিতে দেওয়া হবে।
সম্প্রতি এফডিসির প্রায় ৬০০ কলাকুশলীকে ঈদ উপহার দিয়েছেন নিপুণ। এর আগে তিন শতাধিক শিল্পীকে নিত্যপণ্য দেন তিনি।
২০১৬ সাল থেকে পরী মনি প্রথমবার এফডিসিতে কোরবানি দেন। এবার এ নায়িকা ৫টি গরু কোরবানি দিচ্ছেন। ২০১৭ সাল থেকে এই উদ্যোগে শিল্পী সমিতিকে দেখা গেলেও এবার নানা জটিলতায় তারা নীরব।