নিজস্ব প্রতিবেদক : টেলিমেডিসিনের (ঘরে বসে ফোনে চিকিৎসাসেবা গ্রহণ) কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালে ৬০ শতাংশ বেডই এখন খালি অবস্থায় আছে।
তার দাবি, টেলিমেডিসিনের কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না।
অবশ্য করোনা রোগীদের হাসপাতাল বিমুখ হওয়া, আস্থাহীনতা তৈরি এবং নমুনা পরীক্ষায় অনাগ্রহ নিয়ে খোদ সরকারেই দ্বিমত আছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে আসছেন, দুটি হাসপাতালে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষায় জালিয়াতি এবং নমুনার ফল পেতে দীর্ঘসূত্রিতার কারণে রোগীদের মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে।
রোগীদের আস্থা ফেরাতে তিনি হাসপাতালগুলোর প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, আক্রান্তরা পরীক্ষা না করালে করোনা সংক্রমণ বাড়তে পারে।
এদিকে ঈদ ও বন্যার কারণে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী, দেশে বুধবার সকাল নাগাদ করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।