গোপালগঞ্জে তুহিন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সদর উপজেলার গোবরা ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।

রবিবার সকাল ১০টায় ঘোনাপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় বিচারের দাবী জানিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরীফুল আলম রনি বক্তব্য রাখেন। এ সময় বক্তরা দ্রুত তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। পরে মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ৩ জুলাই গোপালগঞ্জে মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বের জের ধরে সদর উপজেলার চর বয়রা গ্রামে তুহিন মোল্যাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় নিহতের বড় ভাই আরেফিন মোল্যা বাদী হয়ে ১৬ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্ববর্তী নিবন্ধকরোনায় নবজাতক সন্তানসহ ডা. তুলির মৃত্যু
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত রোগী ২২৭৫