অগ্রণী ব্যাংক এবং বিকাশের মধ্যে চুক্তি

পপুলার২৪নিউজ ডেস্ক :আজ বুধবার (২২ জুলাই) অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশ এর উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন আহাম্মদ চৌধূরী, সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ, সিআইটিও মুহাম্মদ মাহমুদ হাসান এবং বিকাশের পক্ষ হতে সিইও কামাল কাদির, সিওও মিজানুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত বৈঠকে সম্প্রতি চালু হওয়া বিকাশ ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যাংক হিসাবের মধ্যে পারস্পরিক লেনদেনের সুবিধা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করা হয়। বর্ণিত সেবার মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশের গ্রাহকগণ উপকৃত হবেন বলে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষণ করেন। এছাড়াও চালুকৃত এই সেবার ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, দগ্ধ চিকিৎসক দম্পতি
পরবর্তী নিবন্ধসরিষাবাড়ীতে ব্রিজ ভেঙে ২৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন