নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাস পর ফের রাজশাহীতে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।
আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্সটি।
সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
নভোএয়ার জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। একইভাবে রাজশাহী থেকে প্রতিদিন বেলা ১১টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com থেকে পাওয়া যাবে।
বর্তমানে কোভিড-১৯ মহামারিকালীন নভোএয়ার অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।