রূপালী ব্যাংকে প্রণোদনার আওতায় কৃষি ঋণ বিতরণের মূল্যায়ন বিষয়ক ভার্চুয়াল সভা

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক লিমিটেডের কৃষি ও পল্লী ঋণ বিভাগের উদ্যোগে সারাদেশের ১০টি বিভাগীয় কার্যালয়ের জিএম এবং সকল জোনাল ম্যানেজারদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে কৃষি ক্ষেত্রে প্রণোদনার আওতায় কৃষি ঋণদান কার্যক্রম ও কৃষি ঋণ কর্মসূচী ২০১৯-২০২০ এর মূল্যায়ন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি প্রণোদনার আওতায় দ্রুত কৃষি ঋণ বিতরণের জন্য মাঠ পর্যায়ের জিএমদের নির্দেশনা প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কৃষি ও পল্লী ঋণ বিভাগের জিএম মো. মজিবর রহমানের সঞ্চালনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআদালতে নিজেকে করোনা রোগী দাবি করলেন সাহেদ
পরবর্তী নিবন্ধহিরো আলমকে নিয়ে সিনেমা বানাবো না: অনন্ত জলিল