বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত শাহজাহান সিরাজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজকে। বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে গুলশান সোসাইটি জামে মসজিদে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ‘তার মৃত্যুতে ইতিহাসের আরেকটি পাতা ঝরে পড়ল। জাতীর দুর্ভাগ্য নতুন প্রজন্মকে এ ইতিহাস জানানো হয় না।’

জাফরুল্লাহ বলেন, ‘আমি এ জন্যেই তাকে সালাম জানাতে এসেছি। ওইসময় দু’জন তরুণ একজন আ স ম আবদুর রব আরেকজন শাজাহান সিরাজ। এরাই তখন দেশের স্বাধীনতার ঝান্ডা তুলে ধরেছেন।’

শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল গণি মিয়া ও রহিমা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা র‌্যাবের
পরবর্তী নিবন্ধওয়েব সিরিজ: অনৈতিক অবৈধ কনটেন্ট সরাতে নির্দেশ