সাহেদ খুব সুচতুর প্রতারক: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিষয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে তাদের ভুমিকার জন্য ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

ড. হাছান বলেন, সরকারই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এরপর তার ব্যাপারে পত্র-পত্রিকায় যে অনুসন্ধানী রিপোর্টগুলো বেরিয়েছে সে জন্য গণমাধ্যমকে ধন্যবাদ। এতে প্রমাণিত হয়, সে খুব সুচতুর একজন প্রতারক। এ রকম আরও প্রতারক যারা আছে, আমাদের সম্মিলিতভাবে তাদেরকে খুঁজে বের করা প্রয়োজন।

সাহেদ আওয়ামী লীগের সদস্য কিনা এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সে দাবি করছে সে আওয়ামী লীগের কোনো একটা উপ-কমিটিতে ছিল। কিন্তু আমাদের দলীয় কার্যালয়ে তো আমি প্রতিদিন যাই। সে আওয়ামী লীগের কোনো উপ-কমিটির সদস্য ছিল বলে আমার জানা নেই।

একই সঙ্গে তার এই হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসা দেয়ায় সংযুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি- বলেন ড. হাছান মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ২ মাসের বেতন পাচ্ছেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা