সুপ্রিম কোর্ট বারের শতকোটি টাকা কোথায়, প্রশ্ন ব্যারিস্টার সুমনের

পপুলার২৪নিউজ ডেস্ক:সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ওকালতনামার নামে সফটওয়্যারের মাধ্যমে জমা নেয়া শত কোটি টাকা কোথায় গেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওকালতনামা হিসাবে জমা দেয়ার কথা বলে তা জমা না দিয়ে লুট হচ্ছে ১০ বছর ধরে, অথচ বর্তমানে অনেক আইনজীবী আছেন অর্থকষ্টে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর। তিনি রোববার (৫ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে দাঁড়িয়েই এই লাইভ করেন।

এ বিষয়ে সঠিক তদন্ত করতে প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন ব্যারিস্টার সুমন। একই সাথে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দুর্নীতির মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন।

সুমন বলেন, ‘প্রথমবারের মতো আমি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির অফিস থেকে সরাসরি লাইভে এসেছি। সারাদেশে যখন কোনো দুর্নীতি হয় এবং অন্যায় হয় তখন আমরা আইনজীবীরা তার প্রতিবাদে দাঁড়াই। এমনকি আমরা সরকার ও বিভিন্ন সংগঠনের অনিয়মের বিষয়ে কথা বলি। এখন যদি আমাদের আইনজীবী সমিতির এখানে কোনো দুর্নীতি হয় সে বিষয়ে আমাদের কথা বলাটা অবশ্যই জরুরি।’

তিনি আইনজীবী সমিতির অফিস দেখিয়ে বলেন, ‘এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিস। এই অফিসে দুর্নীতি হচ্ছে ১০ বছর ধরে। সাধারণত আপনারা যদি কোনো মামলার জন্য ওকালতনামা কেনেন তখন সেখানে ৯০০ টাকার মতো একটি টাকা জমা দিতে হয়। এবং যে টাকার হিসাব বার অ্যাসোসিয়েশনের কম্পিউটারে সংরক্ষিত হয়। কিন্তু এগুলোর হিসাব রাখার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে সেখানে প্রত্যেকটি ওকালতনামার টাকা আলাদা আলাদা হিসাব থাকার কথা কিন্তু এখানে এমনভাবে সিস্টেম করে রাখা হয়েছে, আপনি যদি একজন উকিলের দশটি ওকালতনামাও কিনেন তাহলে সেখানে মাত্র একটির টাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জমা হওয়ার কথা। কিন্তু জমা না হয়ে সেই টাকা এখান থেকে গায়েব হচ্ছে।’

তিনি বলেন, ‘এখানে যে দুর্নীতি হয়েছে তা সবাই স্বীকার করছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে, দুর্নীতি কারা করেছে এবং তা তদন্তাধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখ নিয়ে বলতে চাই, ১০ বছর ধরে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ ছিলেন এবং অনেক টেকনিশিয়ান ছিলেন। তারপরও গত ১০ বছর ধরে এই দুর্নীতি চলতে চলতে এখানে এসেছে। এবং এখন পর্যন্ত ধরা পড়েনি কারা এই কাজটি করেছে।’

তিনি বলেন, ‘যখন বিষয়টি সামনে এসেছে তখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এই দুর্নীতির সাথে সবাই জড়িত এবং তিনি নিজেকে দেখিয়ে বলেন, আমি যেহেতু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, তাই এই দুর্নীতির সাথে আমারও সম্পৃক্ততা থাকতে পারে, তাই আমি আশা করব, বিষয়টি নিয়ে যথাযোগ্য তদন্ত হবে এবং যারা দোষী তারা সামনে বেরিয়ে আসবে।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমরা সারা দেশে দুর্নীতি নিয়ে কথা বলি, মানুষের নৈতিকতা নিয়ে কথা বলি। সরকারের বিভিন্ন সময় আমরা সমালোচনা করি, পরামর্শ দেই, এখন আমরা নিজেরা যদি এত বড় একটি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকি এবং গত ১০ বছর ধরে লক্ষ লক্ষ টাকা নয় বরং প্রায় ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, যা খুবই দুঃখজনক বিষয়।’

তিনি বলেন, ‘এটা নিয়ে তদন্ত চলছে। আমরা আশা করব, তদন্তে যারা প্রকৃত দোষী এবং জড়িত তাদের নাম বেরিয়ে আসবে।’

তিনি অর্থকষ্টে থাকা আইনজীবীদের বিষয়ে উল্লেখ করে বলেন, ‘আমার আশ্চর্য লাগে – এই করোনাকালীন সময়ে গত পাঁচ-ছয় মাস ধরে আইনজীবীরা অর্থকষ্টে ভুগছেন। কারও একটা টাকা ইনকামের কোনো ব্যবস্থা নেই, সারাদেশ বন্ধ। আইনজীবীরা কোথাও সহযোগিতা পাচ্ছে না অথচ এই আইনজীবী অ্যাসোসিয়েশন থেকে মাত্র ৩০ হাজার টাকার একটি অনুদান দেয়া হয়েছে, যা নিতান্তই হাস্যকর।’

‘আমি জানি না, এ বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি কেন, তবে আমি শুনেছি দু-একজন বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের কথা বন্ধ করে দেয়া হয়েছে।’

একই সাথে যারা আইনজীবী সমিতির নেতৃত্ব গ্রহণ করা নিয়ে তোড়জোড় করেন তাদের সমালোচনা করে সুমন বলেন, ‘আমি এতদিন বুঝতে পারিনি যে, আইনজীবী সমিতির নেতা হওয়ার জন্য এত আগ্রহ কেন, এখন এসে বুঝতে পারছি এবং আমার সন্দেহ হচ্ছে যে, আইনজীবী সমিতির নেতা হওয়ার আগ্রহ শুধু এই দুর্নীতি করার জন্যই।’

তিনি বলেন, ‘আমি আশা করব, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, যিনি আমাদের গার্ডিয়ান, তিনি অবশ্যই বিষয়টি শুনতে পেয়েছেন এবং আমাদের অ্যাটর্নি জেনারেল তিনিও বিষয়টি জানতে পেরেছেন। আমি আশা করব, তারা এ বিষয়ে যথাযোগ্য পদক্ষেপ নেবেন।’

তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন এ বিষয়ে হস্তক্ষেপ করেন এবং এমন একটি জায়গা থেকে যাতে এমন দুর্নীতির না হতে পারে এবং এখানই এই দুর্নীতির মূলোৎপাটন যেন পুরোপুরিভাবে করে দেয়া হয়। কারণ, সুপ্রিম কোর্ট যদি এভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে দেশে থাকাই খুবই কষ্টকর হবে।’

তাই যারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং বর্তমানে যারা দায়িত্বশীল পর্যায়ে কমিটিতে রয়েছেন, তাদের ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনারা যদি সুপ্রিম কোর্টকে বাঁচিয়ে রাখতে চান, আপনারা সবাই অবশ্যই এমন একটি দুর্নীতির ব্যাপারে সোচ্চার হবেন।’

পূর্ববর্তী নিবন্ধখিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত
পরবর্তী নিবন্ধসিনিয়র সচিব হলেন আকরাম-আল-হোসেন