টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক পাচারকারী নিহত

জেলা প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ আলম (২৬) ও মোহাম্মদ ইয়াসিন (২৪)।

রোববার রাত ১১টার দিকে হ্নীলা (উচ্চারণ-নীলা) ইউনিয়নের হোয়াবাং এলাকায় নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দুই যুবক মাদক পাচারকারী। এসময় আহত হয়েছে বিজিবির দুই সদস্য।

নিহত মোহাম্মদ আলম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ শফির ছেলে ও মোহাম্মদ ইয়াসিন বালুখালী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ এরশাদ আলীর ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হোয়াব্রাং এলাকায় অবস্থান নেয়।

এসময় ২-৩ জন পাচারকারী নাফ নদী সাঁতরিয়ে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা পালাতে থাকে। বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা বিজিবির ওপর গুলিবর্ষণ করে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়।

বিজিবি সদস্যরাও জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। ৪-৫ মিনিট গুলিবিনিময়ের পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় এক পাচারকারী পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ৫০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২০২১ সালের আগে বাজারে আসছে না ভারতের করোনা ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধখিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত