দুবাই-আবুধাবিসহ বিমানের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ থেকে দুবাই ও আবুধাবী রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সিভিল এভডিয়েশনের অনুমতি না পাওয়ায় ১৬ জুলাই পর্যন্ত এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রোববার বিমানের জনসংযোগ বিভাগের উপ ব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত যারা ইতিমধ্যে টিকিট বুকিং দিয়েছিলেন তাদের বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার কথা ছিল।

ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলার সিদ্ধান্ত হয়েছিল। আর ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রোববার) নিয়মিত বিমানের ফ্লাইট চলার কথা জানিয়েছিলেন বিমান কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবৃহস্পতিবার মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেপ্টেম্বরে