গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪৩ জনে । করোনায় এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৯ জন, জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ৩৩২ জন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, টুঙ্গীপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় ৭ জন, মুকসুদপুরে ৬ জন ও কাশিয়ানী উপজেলায় ৪ রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ জন, টুঙ্গীপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় ১ জন, কাশিয়ানী ২ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন।
মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২০০ জন, টুঙ্গীপাড়ায় ১১০ জন, কোটালীপাড়ায় ১১৭ জন, মুকসুদপুরে ১৭০ জন ও কাশিয়ানী উপজেলায় ১৪৬ রয়েছেন। সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ৭২ জন, টুঙ্গীপাড়ায় ৫০ জন, কোটালীপাড়ায় ৬২ জন, মুকসুদপুরে ১০৫ জন ও কাশিয়ানী উপজেলায় ১১০ জন। মোট আক্রান্তদের মধ্যে ৩৯৯ জন সুস্থ হয়েছেন, বাকী ৩৩২ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।