নিজস্ব প্রতিবেদক:
গুটিয়ে যাওয়া ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
ব্রোকারেজ হাউজটির ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে এবং এর মালিকের বিদেশে পালিয়ে যাওয়ার পথও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসই সভাপতি।
করোনাভাইরাস মহামারীকালে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে গেছেন।
এ্তে বিপাকে পড়েছেন ব্রোজারেজ হাউজের গ্রাহকরা। সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন তারা।
ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো।
এই পরিস্থিতিতে রোববার জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন ডিএসই সভাপতি ছানাউল।
“বিষয়টিকে আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি। আমরা যত দ্রুত সম্ভব বিনিয়োগকারীদের শেয়ার এবং টাকা তাদের কাছে ফিরিয়ে দেব। এটা আমাদের জন্য একটা এসিড টেস্ট। আমরা বিষয়টি দ্রুত শেষ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
বিনিয়োগকারীদের সহায়তা চেয়ে তিনি বলেন, “আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের পাওনার ব্যাপারে তথ্য চাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে আমাদের কাছে তথ্য পাঠান, আমরা যত দ্রুত সম্ভব, সব কিছু শেষ করতে চাই।”
রোববার বিষয়টি নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বিএসইসির সঙ্গে বসেছে ডিএসই।
“তারা আমাদের জানিয়েছে, তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে,” বলেন ছানাউল।
ক্রেস্টের দায়দেনার হিসাব ইতোমধ্যে শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, “আমরা সিডিবিএলের (সেন্ট্রাল ডিপসেটরি বাংলাদেশ লিমিটেড) কাছে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে, এই ব্রোকারেজ হাউজে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট আছে। আর এর মধ্যে যে শেয়ার আছে, তার বাজার মূল্য ২৫ জুনের হিসাব অনুয়ায়ী ৮২ কোটি টাকা।”
ছানাউল বলেন, ““আমরা ক্রেস্ট সিকিউরিটিজের বর্তমান অবস্থা খতিয়ে দেখছি, তাদের সম্পদের পরিমাণ কত, তাদের দেনা কত এবং তাদের কাছে কী পরিমাণ সম্পদ আছে। তাদের সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা বুঝিয়ে দেব।
“এর বাইরে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে শেয়ারটা সিডিবিএলে আটকানো আছে, সেটার ভ্যালু আছে ১০ কোটি টাকার উপরে। প্রয়োজন হলে সেটাও আমরা সেল করে দিয়ে বিনিয়োগকারীদের পাওনা মিটিয়ে দেব।”