ফটিকছড়ি কোভিড ১৯ হাসপাতাল প্রস্তুতিতে সহায়তা করলেন লেলাং সন্ন্যাসিরহাট ইসলামী শান্তি সংস্থা

আলমগীর নিশান :
ফটিকছড়ি সদরের ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য প্রকল্পকে (ইউনিট-২) বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করলেন ফটিকছড়ি লেলাং সন্ন্যাসিরহাট ইসলামী শান্তি সংস্থা নামক অরাজনৈতিক একটি সংগঠন।
২২ শে জুন দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে এ সহায়তা হস্তান্তর এবং সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিগত ১ লা এপ্রিল করোনা পাদুর্ভাবে হতদরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরন এবং রমজানে ১০০ পরিবারের মাঝে কাঁচা ইফতারি বিতরন করা হয়।
সংগঠনটি ১৯৮১ সালে স্থাপিত হওয়ার পর থেকে দীর্ঘ ৩৯ বছর ধরে বার্ষিক মাহফিল, কাঁচা ইফতার বিতরন,গরীব মেয়েদের বিবাহে সাহায্য সহ,বিভিন্ন মহামারী,দুর্যোগে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে।
উল্লেখ্য, উক্ত সংগঠনের এরকম কার্যক্রম বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন প্রবাসী সদস্যবৃন্দ।
আর্থিক সহায়তা  প্রদানকালে  ইসলামী শান্তি সংস্থার সভাপতি/সেক্রটারি মো: আবু বক্কর,মো: সাইফু,মৌলানা মো: আনোয়ার,ইয়াছিন জনি,মো: হাবিব চৌধুরী,ইমদাদুল হক রনি,আবদুল কুদ্দুস উপস্হিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের প্রেমিকা রিয়াকে
পরবর্তী নিবন্ধমাশরাফির ছোট ভাইও করোনা আক্রান্ত