গোপালগঞ্জে বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া সেই প্রতিবন্ধি যুবককে পরিবারের নিকট হস্তান্তর

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশবাগানে মধ্যে ফেলে যাওয়া সেই প্রতিবন্ধি যুবক রাকিব শেখকে পরিবারের নিকট হস্তান্তর করলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

দীর্ঘ ৯ দিন ধরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পওয়ায় সুস্থ হয়ে ওঠে রাকিব। পরে শুক্রবার (১৯ জুন) তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও সাব্বির আহমেদ জানান, গত ১১ জুন উপজেলা প্রশাসনের সহায়তায় প্রতিবন্ধি যুবক রাকিব শেখকে অসুস্থ অবস্থায় উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়।

পরে তার শারীরিক উন্নতি দেখে শুক্রবার ছেলেটিকে তার বাবা নড়াইলের লোহাগাড়া বাজারের ফল ব্যবসায়ী কাউসার শেখের কাছে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে ইউএনও ছেলেটির চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাবা কাউসার শেখকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ১১ জুন সকালে চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধি যুবক রাকিব শেখকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ। রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে।

 

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধসাবেক এমপি বদি করোনায় আক্রান্ত