মুকসুদপুরে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি দিল এলজিইডি

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) গ্রামীণ পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত নারী শ্রমিকদের করোনা নিয়ন্ত্রণের জন্য শ্রমিকদের নিত্য ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরন করা হয়েছে। ১৭ জুন বুধবার সকালে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের একটি মাটি দিয়ে রাস্তা তৈরী প্রকল্পের ২৫ জন নারী শ্রমিককে এ উপকরণ দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপকরণের মধ্যে রয়েছে মাক্স, এ্যাপ্রোন, হ্যান্ড সেনেটাইজার, হ্যান্ড গ্লোবস।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারী শ্রমিকদের মাঝে এসব বিতরন করেন। এসময় উপজেলা প্রকৌশলি সজল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান রিফাতুল আলম মুছা, প্রকৌশলি আমিনুর রহমান, এলজিইডি ডানিডা প্রকল্পের এলসিএস কনসালটেন্ট মাসুদা বেগম, প্রকৌশলি অন্তরা রহমান, কৃষকলীগ নেতা সরদার মুজিবুর রহমান, ইউপি সদস্য কামাল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এলজিইডি ডানিডা প্রকল্পের এলসিএস কনসালটেন্ট মাসুদা বেগম জানান তাদের বিভিন্ন প্রকল্পে নারী শ্রমিকরা চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন। এই করোনাকালে তাদের শ্রমকালিন সময়ে যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করার জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের কর্মঘন্টা ও কর্মদিন যাতে ক্ষতি বা নস্ট না হয় সেই জন্য তাদের নিরাপত্তা রক্ষায় সবাইকে এপ্রোন, মাক্স, হ্যান্ড সেনেটাইজার, হ্যান্ড গ্লোবস বিতরন করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধসিজিআইএ গ্লোবাল কাউন্সিলের সদস্য হলেন অধ্যাপক নিজামী
পরবর্তী নিবন্ধসদস্য প্রতিষ্ঠানগুলোকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক