কোটালীপাড়ায় নিখিল হত্যায় পুলিশের এএসআই শামীমের শাস্তির দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

কোটালীপাড়ার চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শামীম হাসান ও পুলিশের সোর্স রেজাউলের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়ার রামশীল বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা। এরপর বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে স্থানীয় জনতা।
এসময় বক্তারা বলেন, নিখিল হত্যা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে একটি বিষেশ মহল। অবিলম্বে সঠিক তদন্ত শেষ করে অপরাধীদের কঠোর শাস্তি ফাঁসির দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ২ জুন বিকেলে কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ চারজন তাস খেলছিল। ওই সময় কোটালীপাড়া থানার সহকারী উপ পরিদর্শক শামীম হাসান একজন ভ্যান চালক ও পুলিশের সোর্স রেজাউল সেখানে হাজির হয়। পরে নিখিলকে আটক করে এএসআই শামীম তাকে মারধর করে মেরুদন্ডের হাড় ভেঙ্গে দেয়। এরপর পরদিন ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৭ জুন মামলা হলে ৮ জুন আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ভ্যান চালক শাজাহান শেখ হত্যাকারিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবান্দরবানের ডিসি দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত