রাজধানীতে করোনা কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতির মৃত্যু হয়েছে, যিনি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া আওয়ামী লীগ নেতার নাম বেলায়েত হোসেন খান। ৬৭ বছর বয়সী এই নেতা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। ঢাকার শেরেবাংলা নগর এলাকায় তার বাসা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
তিনি জানান, কয়েকদিন ধরেই বেলায়েতের করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, মুক্তিযোদ্ধা বেলায়েত ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে দলের উপ দফতর সম্পাদক সায়েম খান জানান।

পূর্ববর্তী নিবন্ধবরিশালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভার্চুয়ালে মামলা দায়ের ও রিমান্ড বিষয়ে নির্দেশ নিয়ে বিজ্ঞপ্তি