মুকসুদপুরে সোনালী ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো এক করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ২৬ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ১৮জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশরনে আছে ৮জন।

মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মদ জানান ২০ মে মঙ্গলবার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২১ মে বুধবার ১ জনের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্ত ব্যাক্তি মুকসুদপুর সোনালী ব্যাংকের লোন শাখায় কর্মরত।

মুকসুদপুর হাসপাতালের আবাশিক মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ আরো জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী।

পূর্ববর্তী নিবন্ধকরোনা যুদ্ধে জয়ী হলেন ৭২২ পুলিশ সদস্য
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ২৩৮ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ