রোহিঙ্গাদের ইউরোপে পুনর্বাসনের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক:মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দায়িত্ব একা বাংলাদেশের নয়। এ দায়িত্ব ভাগাভাগি করে রোহিঙ্গাদের ইউরোপের দেশগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে উন্নয়ন সহযোগীদের অনুদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠককালে এসব আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলেও রাষ্ট্রদূতদের জানান তিনি।

ঢাকায় থাকা ইউরোপীয় ইউনিয়নের ১০ রাষ্ট্রদূতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইইউ রাষ্ট্রদূত সংযুক্ত ছিলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে রাষ্ট্রদূতদের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়। তাদের উন্নত জীবন ও জীবিকার জন্য এ বোঝা ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি ইউরোপের দেশগুলোতে অথবা কোনো তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের আহ্বান জানান রাষ্ট্রদূতদের কাছে। প্রায় তিন বছর পার হয়েছে মিয়ানমার রোহিঙ্গাদের নিতে চাইলেও এখন পর্যন্ত একজনও যায়নি। মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য আরও চাপ প্রয়োগের আহ্বান জানান ড. এ কে আবদুল মোমেন।

এ সময় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গিকে আবারও সাধুবাদ জানান ইইউ রাষ্ট্রদূতরা।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, ইইউ বাংলাদেশের দীর্ঘ সময়ের এবং বিশ্বাসযোগ্য উন্নয়ন অংশীদার। তাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে যাতে তারা সরকারকে সরাসরি তা জিজ্ঞেস করে।

রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা। রোহিঙ্গা ক্যাম্পে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলে রাষ্ট্রদূতদের নিশ্চয়তা দেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ক্যাম্পে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী।দায়িত্বপ্রাপ্তরা ইন্টারনেট ও ৪-জি সেবা তাদের কার্যালয় ও আবাসস্থল থেকে পাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, মাদক চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ, মানুষকে উসকে দেওয়া রোধ এবং নীল ছবি তৈরি বন্ধের মতো নিরাপত্তার কারণে সরকার ক্যাম্প এলাকাতে ৪-জি সেবা সীমিত করেছে। তবে সেখানে ২-জি সেবা চালু রয়েছে, যা দৈনিক যোগাযোগের জন্য যথেষ্ট। ২-জি হ্যান্ডসেটের থেকে ৪-জি হ্যান্ডসেটের দাম ৫ থেকে ১০ গুণ বেশি। ফলে রোহিঙ্গারা ৪-জি হ্যান্ডসেট কেনার সক্ষমতা রাখে না। যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সরকার সবসময়ে সুরক্ষা দেবে বলে নিশ্চয়তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রয়েছে জানিয়ে রাষ্ট্রদূতদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৩টি টিভি চ্যানেল, কয়েক শত পত্রিকা এবং অসংখ্য অনলাইন বাংলাদেশে রয়েছে। যা অনেক দেশে বিশেষ করে ইউরোপে নেই। ফলে এখানে মত প্রকাশ ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রয়েছে। দায়িত্বশীল আচরণ ছাড়া স্বাধীনতা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে।

পূর্ববর্তী নিবন্ধআম্পানে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই মামলায়, এক আসামী গ্রেফতার