কৃষকের ১শ একর জমির ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাশ্রমে

আলমগীর নিশান :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে করোনা ভাইরাসের মহামারিতে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ১০০ একর জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিনের নেতৃত্বে সেচ্ছাসেবকরা।

গত এক সপ্তাহ ধরে কাটা হচ্ছে কৃষকের এ ধান। তারই ধারাবাহিকতায় ৮ মে শুক্রবার সকালে ১০ কানি জমির ধান কাটা হয়।

চেয়ারম্যানের নেতৃত্ত্বে স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দরা সেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়ায় স্থানীয় কৃষকরা আনন্দিত। এই জন্য তারা চেয়ারম্যানসহ সেচ্ছাসেবজদের ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান শাহিন বলেন, লেলাং ইউনিয়নের বিভিন্ন সমিতি, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য এগিয়ে এসেছে। করোনার এই মহামারিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের ধান কেটে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধড. হাসানপুত্র পারভেজের উদ্যোগে মেডিকেল ও থানায় বসবে দুটি জীবানু নাশক কক্ষ 
পরবর্তী নিবন্ধড. ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ