মুকসুদপুরে কর্মহীন ৩০০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় ৩০০কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা। করোনা ভাইরাস ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় যে সকল কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে খাদ্যের সমস্যা করলে অঘোষিত লকডাউনের কবলে পড়ছে সারা দেশ দিন মজুরী অসহায় শ্রমিক দরিদ্র ওখেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুতে খাদ্য সংকটে ভ’গছে এসকল খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ৭ এপ্রিল মুকসুদপুর পৌরসভা টেংরাখোলা গ্রামের ৩শ পরিবারকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিলেন স্বত্বাধিকারী সমাজ সেবক মিটুল মোল্যা, টেংরাখোলা বাজার বনিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক জাহিদ মোল্যা।নিজ এই খাদ্য সহয়তা বিতরণ করা হয়।প্যাকেট ছিলো ১০কেজি চাল স্বত্বাধিকারী সমাজ সেবক জাহিদ মোল্যা জানান করোনা ভাইরাস ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সারা দেশ এখন ঘোষিত লকডাউনের কবলে পড়ছে। ক্ষতিগ্রস্থ অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে শ্রমজীবি মানুষ যারা দিন আনে দিন খায় সেকল মানুষের কথা ভেবে নিজস্ব তহবিলের টাকা দিয়ে ৩০০অসোহায় পরিবারকে খাদ্য দিয়েছি।দেশের পরিস্থিতি ঠিক না হলে আরো পরিবার দিওয়ার বাস্থাতা করবো। উপস্থিত ছিলেন সাংবাদিক সরদার মজিবুর রহমান, ছিরু মিয়া,মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোঃ লুৎফর রহমান মোল্লা টংরাখোলা বাজার বনিক সমিতির ক্রিয়া সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচার মাসেও নিত্যপণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৪ মাসে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু