ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

পপুলার২৪নিউজ ডেস্ক:বেশ কিছুদিন ধরে দেশে টানা ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। ফলে অনেক দিন পর আজ নদীবন্দরে সতর্কতাও নেই। তবে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং ঢাকা ও পার্শবর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে কোনো সতর্কতা নেই।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা থেকে কচুয়ায় আসা যুবক করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন
পরবর্তী নিবন্ধকরোনা আতংকেও মদ কিনতে লম্বা লাইন, ভাইরাল নায়িকার ভিডিও