স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলায় বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে যারা মার্কেট খোলা রাখতে পারবেন, তারা খুলবেন। কিন্তু যারা মানতে পারবেন না, তাদের দোকান বন্ধ রাখলেও সমস্যা নেই।

বুধবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, দোকান ও শপিংমল সীমিত আকারে খোলা নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

‘এতে বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে সীমিত আকারে মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।’

এছাড়াও বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে। বিকাল চারটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে হবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত জানিয়ে গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খোলা যাবে। তবে তা বিকাল চারটার মধ্যে বন্ধ করতে হবে।

হেলাল উদ্দিন বলেন, আমরা এখন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে করোনার হটস্পট বলে বিবেচনা করছি। সেক্ষেত্রে দোকানের স্ব স্ব মালিক কিংবা স্ব স্ব মার্কেট কমিটি যদি মনে করেন যে, তাদের দোকানপাট বন্ধ রাখবেন, তাহলে এতে কারও কোনও সমস্যার কারণ নেই।

পূর্ববর্তী নিবন্ধশর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে 
পরবর্তী নিবন্ধজামালপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত