শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মে পর্যন্ত বন্ধের আদেশ জারি

করোনার কারণে আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে আদেশ জারি করা হয়েছে। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ আদেশ জারি করেছে। ইতিমধ্যেই করোনা কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের শিক্ষাপঞ্জিতে রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি নির্ধারিত আছে।

প্রসঙ্গত গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ধীরে ধীরে আক্রান্ত বাড়তে থাকে। এ পরিস্থিতিতে সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেটি প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গতকাল সোমবার ছুটি বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ১১৯০ পুলিশ
পরবর্তী নিবন্ধকয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন ২৯ হাজার প্রবাসী