মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর লুটপাট

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোদ্দর দুর্বাশুর গ্রামে এঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন ৬টি ঘর ভাংচুর করে প্রায় প্রায় ৯লাখ টাকার ক্ষতি, নগদ ১০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণ ও একটি দোকান ভাংচুর করে ১লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানাযায় খোদ্দর দুর্বাশুর গ্রামের জাকির মেম্বারের সাথে একই গ্রামের আলো খন্দকারের নির্বাচনকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে জাকির মেম্বারের বাড়ি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে আলো খন্দকারের লোকজন। ভুক্তভোগী জাকির মেম্বার জানান আলো খন্দকারের নের্তৃত্বে আজম, খায়ের, মামুন, রাজীব, লেলিন মোল্যা, সুজন মোল্যা, জিকির খন্দকারসহ গ্রুপের লোকজন এই ভাংচুর লুটপাট চালায়। তিনি আরো জানান এবিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । এবিষয়ে বহুগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহেল শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধব্যয় কমাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ৯ নির্দেশনা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে ৬টি ঘর ভাংচুর লুটপাট